এতে চারটি গ্রুপে পাঁচ শতাধিক শিশু অংশগ্রহণ করে। শিশুরা তাদের রঙ তুলির আঁচড়ে শিল্পী সুলতান, মহান মুক্তিয্দ্ধু, গ্রামীণ মেলা, প্রাকৃতিক দৃশ্যসহ বিভিন্ন দৃশ্য তুলে ধরেন।
এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সদস্য সচিব শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস, পরিচালক লিজা, আসাদুর রহমান, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন দেশবরেণ্য চিত্রশিল্পী শেখ মোহাম্মদ সুলতান (এসএম সুলতান)। তার দুর্দান্ত চিত্রশিল্পের অধিকাংশের বিষয়বস্তু ছিল প্রকৃতি ও বাংলাদেশের গ্রামের মানুষ। অসাধারণ শিল্পকর্মের জন্য ১৯৮২ সালে একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেন তিনি। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিরিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।