দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ কাপ্তাই হ্রদে কচুরিপানার জন্য যানজটের কারণে রবিবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার্থী এবং চলমান এসএসসি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সময়মতো যেতে পারছে না পরীক্ষা কেন্দ্রে।
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের কাপ্তাই উপজেলার জেটিঘাট, শহীদ শামসুদ্দিন ঘাঁট, বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি, বিলাইছড়িসহ হ্রদের অনেক স্থানে তীব্র কচুরিপানার যানজটে পণ্য পরিবহন ও নৌ চলাচল ব্যাহত হচ্ছে।
এছাড়া সীমাহীন দুর্ভোগে পড়েছে কাপ্তাই হ্রদের আশেপাশে বসবাসকারী শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা।
পরীক্ষার্থী আনন্দ তনচংগ্যা, সুবির চাকমা, মিনতি চাকমা জানান, প্রতি বছরের মতো এবারও কাপ্তাই হ্রদে ধেয়ে এসেছে কচুরিপানার জঞ্জাল। মাত্র তিন মিনিটের গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে তিন ঘন্টা। আবার মাঝপথে ইঞ্জিন চালিত বোট বা লঞ্চের তেল ফুরিয়ে বিপাকে পড়ছি আমরা।
নৌযান চালক শাহ আলম ও দুলাল জানান, কচুরিপানা যানজট পাড়ি দিতে গিয়ে ইঞ্জিনের পাখা ভেঙ্গে সীমাহীন দুর্ভোগে ভুগতে হচ্ছে আমাদের। গত এক সপ্তাহ যাবৎ কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকা থেকে কচুরিপানা আপস্টিম জেটিগেটে এসে জড়ো হচ্ছে। যার ফলে আইল্যান্ড এলাকা থেকে জেটিঘাট ২ থেকে ৩ মিনিটের জায়গায় পৌঁছাতে নৌযানের সময় লাগছে ২ থেকে ৩ ঘন্টা।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, কক্সবাজারের জেলেদের মুখে হাসি