ফরিদপু, ২২ মে (ইউএনবি)- ফরিদপুরে রমজান মাসে পেঁয়াজের বাজারদর ছিল বেশ স্থিতিশীল। কিন্তু হঠাৎ করেই সেই স্থিতিশীর বাজার দর বাড়তে শুরু করেছে। ক্রেতা-ভোক্তরা বলছেন বাজার তদারকি কমে যাওয়া এবং লকডাউনের কারণেই এমনটি ঘটেছে।
ফরিদপুরের বিভিন্ন হাট-বাজারে ঈদের কয়েক দিন আগে থেকেই আস্তে আস্তে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। বর্তমানে বাজারে খুচরা মূল্য কেজিপ্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫-৫৫ টাকা দরে। তবে অধিকাংশ খুচরা দোকানদার ৫০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছেন।
আরও পড়ুন: টিসিবির পণ্য: সাতক্ষীরায় পঁচা পেঁয়াজ না নিলে দেয়া হচ্ছে না তেল, চিনি
খুচরা ব্যবসায়ীদের দাবি, পাইকারিতে দাম বাড়ায় খুচরায় দাম বেড়েছে। তবে পাইকারি বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। ফরিদপুরের পেঁয়াজের অন্যতম বাজার কানাইপুরে শুক্রবার কেজিপ্রতি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৪ থেকে ৩৮ টাকা দরে।
ফরিদপুর চেম্বর অব কমার্সের প্রেসিডেন্ট মো: সিদ্দিকুর রহমান বলেন, ‘পেঁয়াজের খুচরা বাজারে কেনো দাম বেড়েছে তা বুঝতে পারছি না। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে দ্রুত আলোচনা করা হবে। আমরা চাই না কোনও ক্রেতা পণ্য কিনে অসন্তুষ্ট হোক।’
ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. হয়রত আলী জানান, পেঁয়াজ উৎপাদনের দিক থেকে দেশের দ্বিতীয় অবস্থানে রয়েছে ফরিদপুর। সরকারি হিসাব মতে, চলতি মৌসুমে এই জেলায় ৪০ হাজার ৯৭ হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদন হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ১৮৫ মে.টন। যা গত বছরের তুলনায় ৮৮ হাজার টন বেশি।
তিনি আরো জানান, ফরিদপুর জেলার নয় উপজেলার মধ্যে পেঁয়াজ চাষের জন্য খ্যাতি রয়েছে সালথা, নগরকান্দা, ভাঙ্গা, বোয়ালমারী, ফরিদপুর সদর, মধুখালী এবং সদরপুর উপজেলা।
আরও পড়ুন: পেঁয়াজ বীজ ফরিদপুরের চাষিদের কাছে ‘কালো সোনা ’
গত মৌসুমে জেলায় পেঁয়াজের আবাদ হয়ে ছিল, ৩৭ হাজার ৬৭৮ হেক্টর, এর বিপরীতে উৎপাদন হয়েছিল ৫ লক্ষ ৫ হাজার মেট্রিকটন। চলতি মৌসুমে ৪০ হাজার ৯৭ হেক্টোর জমিতে পেঁয়াজ উৎপাদন হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ১৮৫ মে.টন।
কেনো হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গেলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে পেঁয়াজের যে দাম চলছে সেটি স্থিতিশীল থাকলে কৃষক লাভবান হবে, তবে এর চেয়ে বেড়ে গেলে ক্রেতারা সমস্যায় পড়বে। এই কারণেই বাজার তদারকির ওপর জোড় দিতে হবে।’
ফরিদপুরের কয়েকটি বাজারে গিয়ে দেখা যায়, মণ প্রতি পাইকারি পেঁয়াজের দর বেড়েছে গত কয়েক সপ্তাহে তুলনায় ৩’শ থেকে ৪’শ টাকা। এতে প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও।
ফরিদপুর শহরের হাজী শরিয়াতুল্লা বাজারের ক্রেতারা জানালেন, রমজানে খুচরা পেঁয়াজ দাম ছিল ২৫ থেকে ২৮ টাকা কেজি, আর এখন সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫টাকা দরে। এটা কেনো হচ্ছে বিষয়টি প্রশাসনের ক্ষতিয়ে দেখার দরকার।
হাজী শরীয়াতুল্লা বাজারের পেঁয়াজ ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, বর্তমানে পেঁয়াজ পাইকারি মণ প্রতি কিনতে হচ্ছে ১৫ থেকে সাড়ে ১৬শ টাকায়। যা রমজানে ছিলো ১১শ টাকা মণ।
আরও পড়ুন: মাগুরায় পেঁয়াজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
এইদিকে শহরতলীর কানাইপুর বাজারের ব্যবসায়ীরা জানালেন, রমজানে লকডাউন কঠোর থাকায় মানুষ বের হয়েছে, তাই পেঁয়াজের চাহিদা কম থাকায় দামও কম ছিল। কিন্তু এখন মানুষ ঘর থেকে রেব হওয়া শুরু করেছে পণ্যের চাহিদাও বাড়ছে। এই কারণে দাম বাড়ছে।
এ বিষয়ে ফরিদপুর জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) অতুল সরকার জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা দ্রুতই ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো, প্রয়োজনে বিভিন্ন বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে বাজার দর নিয়ন্ত্রণের পাশা-পাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।