ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশের সোরং শহরের একটি নাইট ক্লাবে দুই দলের সংঘর্ষের পরে আগুন লেগে ১৯ জন মারা গেছেন।
মঙ্গলবার দেশটির পুলিশের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
দেশটির জাতীয় পুলিশের মুখপাত্র আহমেদ রামাদান এক সংবাদ সম্মেলনে বলেছেন, দুই গ্রুপের সদস্যরা একে অপরের ওপর ছুরি, তীর এবং মোলোটভ ককটেল দিয়ে হামলা চালায়।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে সোমবার রাতে সংঘর্ষে লিপ্ত গোষ্ঠীর এক সদস্য রয়েছে। এছাড়া ক্লাবে অগ্নিকাণ্ডের পরে ১৮ জনের লাশ পাওয়া গেছে।
আরও পড়ুন: ৭৭ বছর পর ভারতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিখোঁজ বিমানের সন্ধান
সোরং শহরের পুলিশ প্রধান আরি নিয়োতো সেতিয়াওয়ান বলেছেন, ভুল বোঝাবুঝির কারণে একই গ্রুপের সদস্যদের মধ্যে প্রথমে শনিবার রাতে সংঘর্ষ হয়। এরপর সোমবার রাতে নাইটক্লাবে সংঘর্ষ হয়।
সেতিয়াওয়ান বলেন, আমরা তাদের ডেকে মধ্যস্থতা করি। কিন্তু তারা গভীর রাত পর্যন্ত সংঘর্ষ চালিয়ে যায়। সংঘর্ষের সময় পুলিশ নাইটক্লাবের দর্শকদের সরিয়ে নিয়েছিল। কিন্তু দমকলকর্মীরা পরে ভবনের ভেতরে একটি কক্ষে ১৮টি লাশ খুঁজে পান।
সংঘর্ষের কারণ এবং অগ্নিকাণ্ডের ঘটনাটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত এ বিষয়টি অনুসন্ধানে পুলিশ এখনও তদন্ত করছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: আফ্রিকা কাপ অব নেশনস: ক্যামেরুনে স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ৬