সিরিয়ার রাজধানীর দক্ষিণের দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও পাশ্ববর্তী সেনা চৌকিতে ইসরায়েলি হামলায় পাঁচ সেনা নিহত হয়েছে। শনিবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সানা জানায়, শুক্রবার মধ্যরাতের পরে ওই হামলা করা হয়। এর ফলে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, কিছু ইসরায়েলি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই গুলি করে ভূপাতিত করা হয়।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় শীর্ষ জঙ্গী নিহত
ব্রিটেন ভিত্তিক বিরোধী যুদ্ধ পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় পাঁচ সিরীয় সৈন্য এবং ইরান সমর্থিত গ্রুপের দুই সদস্য নিহত হয়।
এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী মন্তব্য করতে রাজি হয়নি। তারা বলেছে, ‘বিদেশি প্রতিবেদনের’ ব্যাপারে তাদের কোনো প্রতিক্রিয়া নেই।
ইসরায়েল সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পো বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ১০ দিন পর দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে।
১০ জুন দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলার ফলে অবকাঠামো ও রানওয়ের উল্লেখযোগ্য ক্ষতি হয় এবং মূল রানওয়েটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। সংস্কার কাজ শেষে দুই সপ্তাহ পর বিমানবন্দরটি চালু করা হয়।
আরও পড়ুন: ‘ভুল’ করে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: ভারতীয় বিমানবাহিনীর ৩ কর্মকর্তা বরখাস্ত
ইসরায়েল সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অংশগুলোকে লক্ষ্য করে শত শত হামলা চালিয়েছে। তবে তারা খুব কম হামলার কথা স্বীকার করেছে।
ইসরায়েল অবশ্য স্বীকার করেছে যে তারা লেবাননের হিজবুল্লাহর মতো ইরান-মিত্র জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। যারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের বাহিনীকে সমর্থন করে হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে।
ইসরায়েল ও ইরানের মধ্যে বৃহত্তর ছায়াযুদ্ধের মধ্যেই এই হামলার এই ঘটনা ঘটেছে। আশঙ্কা করা হচ্ছে,ইরানি অস্ত্র সিরিয়ায় প্রবেশ করার কারণেই দামেস্ক ও আলেপ্পোর বিমানবন্দরে হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন: মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরি নিহত