ইসলামাবাদ, ০৯ আগস্ট (এপি/ইউএনবি)- বিতর্কিত অঞ্চল কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলে ভারতের ওপর চাপ প্রয়োগের চেষ্টার অংশ হিসেবে চীন সফর করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
শাহ মাহমুদ কোরায়েশি শুক্রবার চীনা নেতাদের সাথে সাক্ষাৎ করবেন।
বেইজিং রওনা হওয়ার আগে কোরায়েশি বলেন, নয়াদিল্লি তাদের কাশ্মীর অংশকে রাজ্য থেকে অঞ্চলে অবনমন, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা সীমিতকরণ ও রাজ্যটির নিজস্ব সংবিধানের অধিকার বিলুপের পর সৃষ্টি পরিস্থিতি সম্পর্কে তিনি ইসলামাবাদের ‘বিশ্বস্ত বন্ধুকে’ অবহিত করবেন।
গত সোমবার এসব সিদ্ধান্ত নেয়ার পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অস্থিরতা রোধ করতে নজিরহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুরো অঞ্চল অবরুদ্ধ হয়ে আছে।
পাকিস্তান জানিয়েছে, কাশ্মীর বিষয়ে ভারতের নেয়া সিদ্ধান্তকে আন্তর্জাতিক বিচার আদালতে নিয়ে যাওয়ার প্রস্তাব বিবেচনা করছে তারা।