ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ২২ হাজার ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ার এ দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িযেছে ৯৯ লাখ ৬ হাজার ১৬৫ জনে।
সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৫৪ জন মারা গেছেন। সেখানে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন এক লাখ ৪৩ হাজার ৭০৯ জন।
আরও পড়ুন: ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য মুসলমানদের দায়ী করছে সরকার
আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দিল্লিতে। গত ২৪ ঘণ্টার মধ্যে রাজধানী শহরটিতে এক হাজার ৩৭৬ জন নতুন করে করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে এবং করোনায় ৬০ জনের মৃত্যু হয়েছে। এখানে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে গতকাল সোমবার।
মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশটিতে বর্তমানে করোনায় আক্রান্ত ৩ লাখ ৩৯ হাজার ৮৪০ জন রোগী রয়েছেন এবং চিকিৎসা শেষে এ পর্যন্ত ৯৪ লাখ ২২ হাজার ৬৩৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
আরও পড়ুন: ভারতে করোনাভাইরাসে প্রথম মৃত্যু
দেশটিতে সাড়ে ১৫ কোটিরও বেশি করোনা পরীক্ষা করা হয়েছে এবং সারা দেশে কোভিড-১৯ পরীক্ষার সুবিধা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সে দেশের সরকার।
সোমবার পর্যন্ত দেশটিতে মোট ১৫ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ৬৫৫টি করোনা পরীক্ষা করা হয়েছে। যা মধ্যে শুধুমাত্র সোমবারই ৯ লাখ ৯৩ হাজার ৬৬৫টি পরীক্ষা করা হয়েছে বলে মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) এক পরিসংখ্যানে বলা হয়েছে।
আরও পড়ুন: ভারতে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত
মহামারি কোভিড-১৯ ছড়িয়ে পড়া অব্যাহত থাকায় চলতি বছরের শেষ পর্যন্ত আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা (ডিজিসিএ)।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন যে কয়েক সপ্তাহের মধ্যে করোনার টিকা পাওয়া যেতে পরে এবং এ টিকা তৈরি হয়ে যাওয়ার পর তা দেশবাসীর মধ্যে বিতরণ করার এক নিখুঁত কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে দেশটির সরকার।
আরও পড়ুন: করোনার ভ্যাকসিন কিনতে ভারতের সেরাম ইন্সটিটিউটের সাথে সরকারের চুক্তি
এদিকে, জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ২০ হাজার ৪৯০ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ২৮ লাখ ২৪ হাজার ৯৩৬ জনে।
আরও পড়ুন: কোভিড: ভারতে অক্সফোর্ডের টিকার জরুরি অনুমোদন দেয়ার আবেদন