হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ শুরুর আগে ইসরায়েলের সামরিক বাহিনী গাজার প্রায় এক মিলিয়ন মানুষকে দক্ষিণ দিকে সরে যেতে বলেছে। এই নির্দেশ পাওয়ার পর শুক্রবার (১৩ অক্টোবর) উত্তর গাজা থেকে ফিলিস্তিনিরা সরে যেতে শুরু করেছে।
জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজার জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ স্থানান্তরিত হতে শুরু করেছে। এত বেশি মানুষ একত্রে স্থানান্তরিত হলে বিপর্যয় সৃষ্টি হতে পারে।
সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর লক্ষাধিক ফিলিস্তিনির আবাসস্থল গাজা সিটির বেসামরিক নাগরিক এবং ত্রাণ কর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েল অবরুদ্ধ এ অঞ্চলের সমস্ত খাদ্য, পানি ও অন্যান্য সরবরাহ বন্ধ করে দিয়েছে।
গাজা শহরের প্যালেস্টাইন রেড ক্রিসেন্টের মুখপাত্র নেবাল ফারসাখ বলেন, ‘খাবারের কথা ভুলে যাও, বিদ্যুতের কথা ভুলে যাও, জ্বালানির কথা ভুলে যাও। এখন একমাত্র উদ্বেগের বিষয় হলো আপনি পালাতে পারছেন কিনা। যদি পারেন, তাহলে আপনি বাঁচতে পারবেন।’
যুদ্ধে ইতোমধ্যে উভয় পক্ষের তিন হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা ছড়িয়েছে।
আরও পড়ুন: দক্ষিণ লেবাননের গ্রামগুলোর উদ্দেশে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েল
সিরিয়ার বিমানবন্দরে ইসরায়েলি হামলা ‘অত্যন্ত উদ্বেগজনক’: জাতিসংঘের মুখপাত্র