চীনের হেনান প্রদেশের প্রশাসনিক কেন্দ্র ঝেংঝউ শহরে একটি পাতাল রেলের ভেতর বন্যার পানি ঢুকে কমপক্ষে ১২ জনের মৃত্যু এবং ৫ জন আহত হয়েছেন।
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে এক পোস্টে ঝেংঝউ শহর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতে শহরের পাতাল রেল স্টেশন ডুবে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ জার্মানি ও বেলজিয়ামে বন্যায় ১২৫ জনের মৃত্যু, বহু নিখোঁজ
পাতাল রেল কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে যান চলাচল বন্ধ করে দিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ১২ জনকে উদ্ধার করা যায়নি, তারা মারা গেছেন। পাঁচ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হেনানের মধ্য ও পশ্চিমাঞ্চলে ৫০ থেকে ৯০ মিলিমিটিার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার এই অঞ্চলে প্রায় ২৬০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।