রাজধানী ক্যানবেরায় মঙ্গলবার তাপমাত্রা হতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনিতে তা হবে ৩৩ ডিগ্রি।
রুরাল ফায়ার সার্ভিস কমিশনার শেন ফিটজসিমনস বলেন, ‘মধ্য অস্ট্রেলিয়া থেকে গরম বাতাস আসছে। এটি বিশেষভাবে শুষ্ক এবং দুর্ভাগ্যজনকভাবে নিউ সাউথ ওয়েলসে মঙ্গলবার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।’
দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মকালীন উত্তাপে দাবানল পরিস্থিতি খারাপ রূপ লাভ করেছে। এতে গত কয়েক মাসে নয়জন নিহত এবং সহস্রাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। আসল ধকল সামলাচ্ছে অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলস।
সোমবার নিউ সাউথ ওয়েলস জুড়ে জ্বলতে থাকা ৯৭টি আগুনের ঘটনার মধ্যে ৪৩টি এখনো নিয়ন্ত্রণে আসেনি। সিডনি ও অন্যান্য শহরে আগুন ধরানো পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।
সিডনি নগর পরিষদ মঙ্গলবারের আতশবাজি উৎসবের অনুমোদন দিয়েছে। তবে অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ জানিয়েছে যে দুর্যোগপূর্ণ দাবানল পরিস্থিতি ঘোষণা করা হলে তা বাতিল হতে পারে।