ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রবিবার প্যারিসে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রিয়ানের সঙ্গে এক বিশেষ বৈঠক করেছেন।
সোমবার এক টুইটে জয়শঙ্কর লিখেছেন, ‘ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। দ্বিপক্ষীয় সহযোগিতা, ইউক্রেন পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক এবং জেসিপিওএ বিষয়ে আলোচনা আমাদের মধ্যে গভীর আস্থা ও বৈশ্বিক অংশীদারিত্বকে প্রতিফলিত করেছে। আমরা ইন্দো-প্যাসিফিকের ইইউ মন্ত্রী পর্যায়ের ফোরামে অংশগ্রহণের জন্য উন্মুখ।’
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেয়ার পর সেখান থেকে প্যারিসে গিয়েছেন।
আরও পড়ুন: সংকট সমাধানে পুতিনকে আলোচনার প্রস্তাব ইউক্রেনের
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, আলোচনায় জয়শঙ্কর ও লে ড্রিয়ান মহামারিকালে ভারত ও ফ্রান্সের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেন এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করতে একমত হন; বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন, জ্বালানি খাতে। এছাড়া জলবায়ু পরিবর্তন বিষয়েও বিশেষ জোর দেয়া হয় আলোচনায়।
মন্ত্রণালয় আরও বলেছে, ‘এই প্রচেষ্টার অংশ হিসেবে দু’পক্ষই ‘ব্লু ইকোনমি অ্যান্ড ওশান গভর্ন্যান্সের ভারত-ফ্রান্স রোডম্যাপ’ গ্রহণ করেছে। যার লক্ষ্য প্রাতিষ্ঠানিক, অর্থনৈতিক, অবকাঠামোগত ও বৈজ্ঞানিক সহযোগিতার মাধ্যমে সমুদ্র অর্থনীতির ক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধি করা।’
আরও পড়ুন: ইউক্রেনে হামলা চালালে রাশিয়া বাজার ও প্রযুক্তি পণ্য অবরোধের মুখে পড়বে