আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নারীর অধিকার রক্ষা ও প্রচারের প্রতিশ্রুতি পূনর্ব্যক্ত করেছে পাকিস্তান।
মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান বিশ্বের সকল নারীদের প্রতি শ্রদ্ধা জানায়। যাদের ধৈর্য, ত্যাগ এবং প্রচেষ্টার ফলে মানবজাতির অগ্রগতি হয়েছে এবং সবার জন্য একটি উন্নত ভবিষ্যত গড়ে তোলা সম্ভব করেছে। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন না করে কোনো সমাজ বা জাতি সফল হতে এবং টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না।
আরও পড়ুন: আন্তর্জাতিক নারী দিবসে জাতিসংঘ মহাসচিবের বাণী
বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের নারীরা জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক অবদান রেখেছে। দেশের সংবিধান ও আইনি কাঠামো সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক খাতসহ জীবনের সকল ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণের নিশ্চয়তা প্রদান করে।
মন্ত্রণালয় বলেছে, এই দিনে, আমরা দেশজুড়ে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার প্রচার চালিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের দৃঢ় প্রতিশ্রুতি পূনর্ব্যক্ত করছি।