কয়লা পাচারের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটকের সম্পত্তিতে তদন্ত অভিযান চালিয়েছে দেশটির শীর্ষ তদন্ত সংস্থা ইডি।
বুধবার একটি সূত্র ইউএনবিকে জানিয়েছে, সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন ( সিবিআই) কলকাতা শহর ও আসানসোলের মন্ত্রীর মালিকানাধীন সাতটি সম্পত্তিতে তদন্ত অভিযান চালিয়েছে।
পড়ুন: নারদা কেলেঙ্কারি: জামিন পেলেন পশ্চিমবঙ্গের ২ মন্ত্রী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার জ্যেষ্ঠ এই মন্ত্রী এক টুইটে ‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টিতে’ দেশের পরিস্থিতি ‘ভয়াবহ’ বলার পরদিনই এই অভিযান চালানো হয়।
তৃণমূলের তৃতীয় শীর্ষ এই নেতার বিরুদ্ধে অবৈধভাবে খনন করা কয়েক হাজার কোটি টাকার কয়লা বিক্রির সঙ্গে সম্পর্কিত একটি গোষ্ঠীর থেকে ঘুষ নেয়ার অভিযোগ আনা হয়েছে।
পড়ুন: ঘুষ নেয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের ২ মন্ত্রী গ্রেপ্তার
এর আগে জুলাইতে পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জি একটি চাকরী প্রার্থীদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। পরবর্তীকালে, তৃণমূল কংগ্রেসের আরেক রাজনীতিবিদ অনুব্রত মণ্ডলকে গরু পাচারের মামলায় সিবিআই গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে মন্ত্রী আটক