নয়া দিল্লি, ১৭ মে (ইউএনবি)- ঘুষ নেয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দুই মন্ত্রীসহ কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী হলেন- ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এবং ফেডারেল সিকিউরিটি ফোর্স নারদ টেপ কেলেঙ্কারির অভিযোগে সোমবার তাদের বাড়ি থেকে আটক করে।
আরও পড়ুন: অক্সিজেন সরবরাহে বিঘ্ন: ভারতে ১১ করোনা রোগীর মৃত্যু
এছাড়া মামলায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মদন মিত্র ও কলকাতার সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়কে এই মামলায় গ্রেপ্তার করা হয়। শোভন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে ২০১৯ সালে তৃণমূল ছেড়েছিলেন। তবে বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগে তিনি গেরুয়া শিবিড় ছাড়েন।
এদিকে, ঘটনার প্রতিবাদে সিবিআই কার্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যথাযথ প্রক্রিয়া ছাড়াই যেভাবে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সিবিআইকে আমাকেও গ্রেপ্তার করতে হবে।’
আরও পড়ুন: করোনা: ভারতে একদিনে আরও ৪০৯২ মৃত্যু
উল্লেখ্য, মদন ও শোভান মমতার আগের সরকারে দায়িত্ব পালনকারী দুই প্রাক্তন মন্ত্রী। নারদ কেলেঙ্কারির অভিযোগে চার অভিযুক্তকে বিচারের জন্য সিবিআইয়ের আবেদন মঞ্জুর করার কয়েকদিন পরে এই আজকে গ্রেপ্তারের ঘটনা ঘটে।