বুরকিনা ফাসোর একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ১০০ বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বুরকিনা ফাসো সরকার।
শনিবার এই হামলাকে এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলা বলে বর্ণনা করেছে দেশটির সরকার।
গত শুক্রবার সন্ধ্যায় দেশটির উত্তরের ইয়াঘা প্রদেশের সোলহান গ্রামে এই হামলার ঘটনা ঘটে। সরকারের মুখপাত্র ওসেনি তাম্বৌরা এ ঘটনায় জিহাদীদের দায়ী করে এক বিবৃতিতে বলেন, নাইজারের সীমান্তবর্তী এলাকায় স্থানীয় বাজার ও বেশ কয়েকটি বাড়িঘরও পুড়িয়ে দিয়েছে তারা।
আরও পড়ুন:প্রতিশোধ নিচ্ছে ইরান: ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
দেশটির প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চান কাবোর এই হামলাকে বর্বরচিত আচরণ বলে অভিহিত করেছেন।
ইভেন্ট ডেটা প্রকল্পের সিনিয়র গবেষক হেনী নাসাবিয়া বলেছেন, গত পাঁচ বছর এই ঘটনাই বুর্কিনা ফাসোতে সংগঠিত সবচেয়ে মারাত্মক হামালা।
কোনও জঙ্গি গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি।
আরও পড়ুন: ইরাকে সরকারি বাহিনীর গুলিতে ৪০ বিক্ষোভকারী নিহত
অঞ্চলটিতে প্রায় পাঁচ হাজারেরও বেশি ফরাসী সেনার উপস্থিতি সত্ত্বেও, জঙ্গি সংগঠনগুলোর সহিংসতা বাড়ছেই। গত এপ্রিলের এক হামলায় দু'জন স্প্যানিশ সাংবাদিক এবং একজন আইরিশসহ বুর্কিনা ফাসোয় অর্ধশতাধিক মানুষ মারা যায়।