ব্রাজিলের পেট্রোপলিস শহরে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৯৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির রিও ডি জেনিরো রাজ্য সরকার।
শহরের মেয়র রুবেনস বোমটেম্পো বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত কত জন নিখোঁজ রয়েছেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। তবে তিনি জানিয়েছেন, উদ্ধার কাজ চলছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ‘আমরা এখনও এর সম্পূর্ণ সংখ্যা জানি না। এটি আসলেই একটি ভয়ানক দিন ছিল।’
আরও পড়ুন: ইউক্রেন সীমান্তে আরও ৭ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের
রিও ডি জেনিরোর পাবলিক প্রসিকিউটর কার্যালয় বুধবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, তারা ৩৫ জনের একটি তালিকা তৈরি করেছে যাদের এখনও খুঁজে পাওয়া যায়নি।
রাজ্যের দমকল বিভাগ বলছে, মঙ্গলবার তিন ঘণ্টার মধ্যে ২৫ দশমিক ৮ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে যা গত ৩০ দিনের সমন্বিত বৃষ্টিপাতের সমান।
রিও ডি জেনিরোর গভর্নর ক্লাউদিও কাস্ত্রো এক সংবাদ সম্মেলনে বলেছেন, পেট্রোপলিসে ১৯৩২ সালের পর থেকে সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাত এটি।
এ ঘটনায় ৪০০ মানুষ গৃহ হারা হয়েছেন এবং ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
দেশটির আবহাওয়ার পূর্বাভাস অনুসারে সপ্তাহের বাকি সময়ে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের প্রভাব ইউরোপে ছড়িয়ে পড়ার ঝুঁকি