করোনাভাইরাস মহামারির কারণে প্রায় দুই বছরের বিরতির পরে আগামী ২৭ মার্চ থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ভারত।
মঙ্গলবার ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এক টুইটে বলেছেন, ‘স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করার পরে এবং #কোভিড১৯ শনাক্তের হার হ্রাসের বিষয়টি বিবেচনায় রেখে, ২৭ মার্চ থেকে আমরা আন্তর্জাতিক ভ্রমণ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও লিখেছেন, ‘এরপরে এয়ার বাবল ব্যবস্থাও প্রত্যাহার করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে, আমি নিশ্চিত যে এই খাতটি নতুন উচ্চতায় পৌঁছে যাবে!’
আরও পড়ুন: ইউক্রেন থেকে এক বাংলাদেশি নাগরিককে উদ্ধার করল ভারত
দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ২০২০ সালের মার্চ মাসে ভারত সরকার সব ধরনের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করে।
যদিও ২০২০ সালের মে মাস থেকে ফের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চালানোর অনুমতি দেয়া হয়, তবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিধিনিষেধ অব্যাহত রাখা হয়। অবশ্য এয়ার বাবল ব্যবস্থার মাধ্যমে ওই বছরের অক্টোবর মাস থেকে বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভারতে প্রবেশের অনুমতি দেয়া হয়।
যদিও দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় গত বছরের ডিসেম্বর মাস থেকে আন্তর্জাতিক ফ্লাইটগুলো পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছিল, তবে করোনাভাইরাসের 'ওমিক্রন' ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ বেড়ে যাওয়ায় বিমান চলাচল চালুর পরিকল্পনা স্থগিত করা হয়েছিল।
আরও পড়ুন: বুস্টার ডোজ দেয়া থাকলে ভারতে যেতে লাগবে না করোনা টেস্টের সনদ