ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে গত ২৪ ঘন্টায় ভারী বর্ষণে ঘরবাড়ি ধসে ২৫ জনের মৃত্যু হয়েছে। রবিবার দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
শনিবার সন্ধ্যা ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে মুম্বাইয়ে ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন: ভারত শিগগিরই বাংলাদেশকে টিকা দেবে: দোরাইস্বামি
মুম্বাইয়ের এক পৌর কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, মুম্বাইয়ের শহরতলির পাহাড়ি চেম্বুর এলাকায় বাড়ি ধসে পড়ে ২০ জন প্রাণ হারিয়েছেন। পার্শ্ববর্তী ভিক্রোলি অঞ্চলে আরও পাঁচজন মারা গেছেন। ভিক্রোলিতে সারারাত প্রবল বর্ষণের পানির তোড়ে একটি দ্বিতল ভবন ধসে পড়েছে। এই দুটি অঞ্চলে ধ্বংসাবশেষের নিচ থেকে এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের আশেপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে।
স্থানীয় টিভি চ্যানেলগুলো এই অঞ্চলগুলোতে উদ্ধারকাজের ভিডিও সরাসরি দেখাচ্ছে।
আরও পড়ুন: যমুনার ভাঙনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিলীন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে সমবেদনা জানিয়েছেন এবং নিহতদের প্রতি পরিবারকে দুই লাখ রুপি আর আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।
মুম্বাই পৌর সংস্থা জানায়, ভবন ধসে পড়ার বিষয়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
সাধারণত জুন, জুলাই ও আগস্টের বর্ষাকালে ভারতে ভবন ধসের ঘটনা প্রায়ই দেখা যায়। এই ধরনের ধসের জন্য নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণকেই দায়ী করা হয়।
আরও পড়ুন: বাড়ছে পানি, ফরিদপুরে নদী ভাঙন শুরু