করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ব্যর্থতা এবং অর্থনীতিকে দুর্বলভাবে পরিচালিত করার জন্য সমালোচনার মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার বুধবার তার মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল এনেছে। এতে প্রায় ৪৩ জন নতুন মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। এই মন্ত্রিসভা থেকে স্বাস্থ্য, আইন ও পরিবেশের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের ১৩ জন মন্ত্রী বাদ পড়েছেন।
মোদির মন্ত্রিসভায় এখন ৭৭ জন মন্ত্রী। আগে ছিল ৫৩ জন। ৪৩ জন নতুন মন্ত্রীর মধ্যে ৩৬ জন একেবারেই নতুন মুখ। তাঁরা প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান পেলেন। বাকিদের পদোন্নতি দেয়া হয়েছে। ২০১৯ সালের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আবার ক্ষমতায় আসার পর মন্ত্রিসভায় এটিই প্রথম বড় ধরনের রদবদল।
আরও পড়ুন: মোদির মন্ত্রিসভায় বড় রদবদল আসছে!
দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে একটি বিশেষ অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের মধ্যে কংগ্রেসের সাবেক আইনপ্রণেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী নারায়ণ রাণেকে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ শপথ বাক্য পাঠ করান।
সিন্ধিয়া কংগ্রেস নেতৃত্বাধীন সরকারে মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তিনি গত বছর বিজেপির প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং মধ্যপ্রদেশে এই দলটিকে সুসংগঠিত করতে সহায়তা করেন। অন্যদিকে, বিজেপি টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর আসামে উপ মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে মুখ্যমন্ত্রী করা হয়। তখন থেকেই শোনা যাচ্ছিল সোনোয়ালকে মোদি তাঁর মন্ত্রিসভায় টানবেন।
আরও পড়ুন: মোদির জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী
মন্ত্রিসভায় পদোন্নতি পাওয়াদের মধ্যে আছেন, অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর এবং নগর উন্নয়ন ও বিমান পরিবহন প্রতিমন্ত্রী হরদীপ সিং পুরি।
তবে মন্ত্রিসভা রদবদলের আগেই বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এবং পরিবেশমন্ত্রী প্রকাশ জাভাদেকর।
বিজেপির সূত্রগুলো জানায়, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে হর্ষ বর্ধন করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নিতে পারেননি। এতে দেশটির স্বাস্থ্যখাতের দুর্বল অবকাঠামোর চিত্রই প্রকাশ পেয়েছে। হর্ষ বর্ধনের সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবেও পদত্যাগ করেন।
আরও পড়ুন: শেখ হাসিনাকে মোদির চিঠি: মানবজাতি শিগগিরই মহামারি কাটিয়ে উঠবে
ভারতের রাষ্ট্রপতির কার্যালয়ের দেয়া তথ্যানুসারে, মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা অন্যরা হলেন, শ্রম প্রতিমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার, মহিলা ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী ও পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।