নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর (এপি/ইউএনবি)- ইলেকট্রনিক সিগারেটের মাধ্যমে ধোঁয়া নেয়ার কারণে শ্বাসকষ্টের অসুস্থতায় আরও কয়েকশ আমেরিকান আক্রান্ত হয়েছেন এবং এতে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে বলে বৃহস্পতিবার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানায়, অসুস্থতার ৮০৫টি নিশ্চিত ও সম্ভাব্য ঘটনার তথ্য পাওয়া গেছে। এক সপ্তাহ আগে এ সংখ্যা ছিল ৫৩০।
ক্যালিফোর্নিয়া, কানসাস ও ওরিগনে দুজন করে এবং ফ্লোরিডা, জর্জিয়া, ইলিনয়, ইন্ডিয়ানা, মিনিসোটা, মিসিসিপি ও মিজৌরিতে একজন করে নিশ্চিভাবে মারা গেছেন। মিসিসিপি ও ওরিগনের দ্বিতীয় মৃত্যুর ঘটনাটি বৃহস্পতিবার ঘোষণা দেন রাজ্য কর্মকর্তারা।
স্বাস্থ্য কর্মকর্তারা গ্রীষ্মকালে কিছু রাজ্যে লক্ষ্য করা শুরু করেন যে মানুষ গুরুতর শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছেন। যাদের ফুসফুসে স্পষ্টতই ক্ষয়কারক পদার্থের সক্রিয়তা ছিল। রোগটির মধ্যে একমাত্র মিল ছিল যে রোগীরা সবাই সম্প্রতি ধোঁয়া নিয়েছেন।
পরে এ বিষয়ে জাতীয় পর্যায়ে অনুসন্ধান শুরু হলে মানুষের আক্রান্ত হওয়ার খবর পাওয়া নাটকীয়ভাবে বেড়ে যায়।