রাশিয়ার বিরুদ্ধে মানবিক কাজে নিয়োজিত ১৫ জন উদ্ধারকর্মী ও চালককে আটক করার অভিযোগ করেছেন ইউক্রেনীয় নেতারা।
তারা রুশ হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মারিউপোলে প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য জিনিস সরবরাহ দিতে মানবিক কজে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।
মারিউপোল শহরটি বিমান, স্থল পরেও নৌ-আক্রমণের শিকার হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এক লাখের মতো বেসামরিক লোক মারিউপোলে রয়ে গেছে। এটি যুদ্ধের সবচেয়ে খারাপ কিছু ধ্বংসযজ্ঞের একটি।
আরও পড়ুন: ভারতে গোডাউনে আগুন: ১১ জনের মৃত্যু
জেলেনস্কি তার জাতির উদ্দেশ্যে রাতের ভিডিও ভাষণে মঙ্গলবার রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে মানবিক কাজে সহায়তাকারীদের অবরুদ্ধ করার অভিযোগ করেছেন।
তিনি বলেন, আমরা মারিউপোলের বাসিন্দাদের জন্য স্থিতিশীল মানবিক করিডোর সংগঠিত করার চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যবশত, আমাদের প্রায় সমস্ত প্রচেষ্টাই রুশ দখলদাররা ব্যর্থ করে দিচ্ছে।
পোল্যান্ডে পালিয়ে আসা ইউক্রেনের ৩৯ বছর বয়সী নাগরিক ভিক্টোরিয়া টোটসেন বলেন, ‘তারা গত ২০ দিন ধরে আমাদের বোমা মেরেছে। গত পাঁচদিনে, প্রতি পাঁচ সেকেন্ডে বিমানগুলো আমাদের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল এবং আবাসিক ভবন, কিন্ডারগার্টেন, আর্ট স্কুল, সর্বত্র বোমা ফেলছিল।’
আরও পড়ুন: চুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি