ইউক্রেনে রুশদের হামলায় গত ছয় মাসে ৯ হাজার ইউক্রেনীয় সৈন্য মারা গেছে। সোমবার তথ্যটি জানিয়ে দেশটির সেনাপ্রধান বলেন, এই যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
ইউক্রেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি এক অনুষ্ঠানে বলেন, অনেক ইউক্রেনীয় শিশুর দেখভাল প্রয়োজন। কারণ তাদের বাবা যুদ্ধক্ষেত্রে গেছে এবং সম্ভবত তারাও ৯ হাজার মৃত সৈন্যের মধ্যে আছে।
একজন সরকারি কর্মকর্তা বলেন, ইউক্রেনের প্রধান পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের অদূরে নিপার নদীর পাশে অবস্থিত নিকোপোল শহরে রুশদের গোলাবর্ষণে সোমবার চারজন আহত হয়েছে। শহরটি গত ১২ জুলাই থেকে অনবরত হামলার শিকার হচ্ছে। এতে ৮৫০টি স্থাপনা ধ্বংস হয়েছে এবং শহরটির অর্ধেক নাগরিক (এক লাখ) পালিয়ে গেছে।
আরও পড়ুন: ইউক্রেন সংঘাতে ৩৭৫২ বেসামারিক মানুষের প্রাণহানি: জাতিসংঘ
জাতিসংঘ জানায়, ইউক্রেনে রুশ আগ্রাসনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে পাঁচ হাজার ৫৮৭ জন বেসামরিক ব্যক্তি মারা যায় এবং সাত হাজার ৮৯০ জন আহত হয়। জাতিসংঘের শিশু সংস্থা সোমবার জানিয়েছে, রাশিয়ার হামলায় এ পর্যন্ত অন্তত ৯৭২ শিশু মারা গেছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেন, ‘সংখ্যাগুলো জাতিসংঘ নিশ্চিত করলেও আমরা মনে করি তা আরও বেশি হতে পারে।’
আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থেকে শুধু অস্ত্র উৎপাদনকারীরা লাভবান হচ্ছে: প্রধানমন্ত্রী