ইরানের একাধিক গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের জন্য শান্তি স্থাপন করার এখনই সময়।
হোয়াইট হাউজ থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প নিশ্চিত করেন, দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু কর্মসূচির মূল অংশ হিসেবে বিবেচিত হয়ে আসা ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান এলাকায় হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ওই ভাষণে ট্রাম্প বলেন, ‘এই নামগুলো আমরা বহু বছর ধরে শুনে আসছি, যখন তারা একটি ভয়াবহ ধ্বংসাত্মক কর্মকাণ্ড গড়ে তুলছিল।’
‘আজ রাতে, আমি বিশ্বকে জানাতে পারি, ইরানে হামলা ছিল অসাধারণ সামরিক সাফল্য।’
তার দাবি, ‘ইরানের মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। সন্ত্রাসের মদদদাতা বিশ্বের এক নম্বরে থাকা দেশটির পারমাণবিক হুমকি থামিয়ে দেওয়াই এ হামলার উদ্দেশ্য।’
আরও পড়ুন: ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলার মাধ্যমে যুদ্ধে যোগ দিল যুক্তরাষ্ট্র
ট্রাম্প বলেন, ‘তেহরান যদি এখনই শান্তির পথ বেছে না নেয়, তবে ভবিষ্যতের হামলাগুলো হবে আরও ভয়াবহ।’
‘এভাবে আর চলতে পারে না। হয় শান্তি আসবে, না হয় ইরানের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ ট্র্যাজেডি; গত আট দিনে আমরা যা দেখেছি, তার চেয়েও অনেক বেশি। মনে রাখবেন, এখনও অনেক লক্ষ্যবস্তু রয়েছে।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র চাইলে অবশিষ্ট লক্ষ্যবস্তুগুলোতেও গতি এবং দক্ষতার সঙ্গে নির্ভুল হামলা চালাতে পারে। আর তা মাত্র কয়েক মিনিটের মধ্যেই করা সম্ভব।’
আঞ্চলিক প্রতিক্রিয়া
এদিকে, এই হামলার জবাবে যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইরানঘনিষ্ঠ ইয়েমেনের হুথি গোষ্ঠী।
গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য হেজাম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ওয়াশিংটনকে এর ফল ভোগ করতে হবে।’
এই হামলার ঘটনায় বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে এবং বেশ কয়েকজন আন্তর্জাতিক নেতারও সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র।
জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ ঘটনাকে একটি ‘বিপজ্জনক উত্তেজনার বিস্তার’ আখ্যা দিয়ে এটি মধ্যপ্রাচের অস্থিতিশীল পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ
রবিবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আন্তোনিও গুতেরেস বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বলপ্রয়োগে আমি অত্যন্ত উদ্বিগ্ন। চরম অস্থিতিশীলতায় থাকা একটি অঞ্চলে এই হামলা উত্তেজনা আরও বাড়াবে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।’
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং তার পরিণতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
এর আগে স্থানীয় সময় রবিবার (২২ জুন) ভোরে ফোরদো, ইসফাহান ও নাতানজের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফলভাবে হামলা পরিচালনা করেছি, যার মধ্যে রয়েছে ফোরদো, নাতানজ ও ইসফাহান।’
তবে হামলা সত্ত্বেও ওই স্থাপনাগুলোর কার্যক্রম বন্ধ না করে বরং চালিয়ে যাওয়া হবে বলে দাবি করেছে ইরান।