চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি প্রদেশে সোমবার ১৩২ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানিয়েছে, টেং কাউন্টির উঝো শহরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ফ্লাইটটি পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের কুনমিং থেকে পূর্ব উপকূল বরাবর গুয়াংজু এর শিল্প কেন্দ্রে যাচ্ছিল।
সংস্থাটি জানিয়েছে, নিহত ও আহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে চায়না ইস্টার্ন বোয়িং ৭৩৭ বিমানটিতে ১২৩ জন যাত্রী ও ৯ জন ক্রু সদস্য ছিল।
ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
নাসার স্যাটেলাইট ডাটায় দুর্ঘটনাস্থলে আগুন দেখা গেছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রথমে স্থানীয় পুলিশ দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনার বিষয়ে গ্রামবাসীদের কাছ থেকে একটি কল পায়।
আরও পড়ুন: মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নকে ‘গণহত্যা’ ঘোষণা করবে যুক্তরাষ্ট্র