ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাত্কারে ট্রাম্প বলেন, ‘আমি বিশ্বাস করি সম্ভবত চারটি মার্কিন দূতাবাস হামলা করতো ইরান।’
ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘণ্টা আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, কখন বা কোথায় হামলা চালানো হবে সে সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য ছিল না। কিন্তু ইরানি জেনারেল কাসেম সোলাইমানি যে যুক্তরাষ্ট্রের জন্য ‘অনিবার্য’ হুমকি সৃষ্টি করেছিলেন বলে নতুন করে জোর দিচ্ছিলেন ট্রাম্প এবং অন্যান্য কর্মকর্তারা। কিন্তু ‘অনিবার্য’ বলতে কি বোঝাতে চেয়েছেন সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি ওই কর্মকর্তারা।
পম্পেও এবং ট্রাম্প উভয়ই বলেন, মার্কিন দূতাবাসগুলোকে হুমকি দেয়া হয়েছিল।
এদিকে চলতি সপ্তাহের শুরুতে ইরাকের বাগদাদে অবস্থিত দুটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্র ইরান সরকারের ‘ধ্বংসাত্মক’ ও ‘অস্থিতিশীল’ আচরণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।