শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য ভারতের ‘সমর্থন’ চাওয়ায় পররাষ্ট্রমন্ত্রীর নিন্দা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা অন্যের দয়ায় ক্ষমতায় থাকে তাদের বাংলাদেশকে শাসন করার অধিকার নেই।
তিনি বলেন, ‘বর্তমান সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না এবং তারা একের পর এক তার প্রমাণ দিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ যখন নিজেদের স্বাধীন (জাতি) হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করে, তখন পররাষ্ট্রমন্ত্রী ভারত সরকারকে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সাহায্য করতে বলেন।’
লোডশেডিং, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও রাজনৈতিক দমননীতির প্রতিবাদে শনিবার ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউটিএবি)-আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে দেয়া বক্তব্যে ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের মন্তব্যে প্রতীয়মান হয়েছে যে আওয়ামী লীগ সরকার ভারত সরকারের মদদে ক্ষমতায় এসেছে।
আরও পড়ুন: ভারতের ‘সমর্থন চাওয়া’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চায় বিএনপি
তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু তিনি তার অবস্থান থেকে সরে আসেননি এবং তিনি আগে যা বলেছিলেন পুনরায় তা নিশ্চিত করেছেন।
এই বিএনপি নেতা বলেন, ‘সুতরাং আমাদের পরিষ্কারভাবে বলতে চাই, যারা অন্যের দয়ায় ক্ষমতায় থাকে তাদের এই দেশ শাসন করার অধিকার নেই। তাদের এদেশের সরকার চালানোর কোনো অধিকার নেই।’
এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামে জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে ক্ষমতায় থাকতে পারেন তার জন্য তিনি ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সরকারের বিরুদ্ধে ব্যাপক লুটপাটের অভিযোগ তুলে ফখরুল বলেন, এই সরকার দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা ইতোমধ্যে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।
ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। ‘এটাই আমাদের সমস্ত সংকটের মূল কারণ। আওয়ামী লীগ বিনা ভোটে এবং নির্বাচিত না হয়ে রাষ্ট্রযন্ত্রকে বলপ্রয়োগ করে ক্ষমতায় টিকে আছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশকে ধ্বংসকারী এই ফ্যাসিবাদী সরকারকে অপসারণ করে সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করা এখন আমাদের পবিত্র দায়িত্ব।’
আরও পড়ুন: বাম জোটের হরতালে বিএনপির সমর্থন
জ্বালানি সংকটের পেছনে রয়েছে দুর্নীতি, লুটপাট, আত্মঘাতী চুক্তি: বিএনপি