ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচার কার্যক্রম বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে বিশ্বনেতা ও নোবেল বিজয়ীদের একটি খোলা চিঠির পরিপ্রেক্ষিতে বিএনপি তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ড. মুহাম্মদ ইউনূসকে জাতির ‘সূর্য সন্তান’ হিসেবে আখ্যায়িত করেছেন।
আরও পড়ুন: নেতাদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়া নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে: বিএনপি
তিনি বলেন, ‘অবিলম্বে তার (ড. ইউনূস) বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে হবে।’
বিএনপির এই নেতা বলেন, এমনকি ১০০ বছর পরেও জাতি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং লজ্জিত হবে এই ভেবে, দেশের সরকার এমন একজন গণ্যমান্য ব্যক্তির সঙ্গে এত খারাপ আচরণ করেছে।
ড. ইউনূস এদেশের একজন বিখ্যাত ব্যক্তি উল্লেখ করে ফখরুল বলেন, যারা তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে চায়, তারা নতুন করে জন্ম নিলেও তার মতো মর্যাদায় পৌঁছাতে পারবে না।
তিনি বলেন, এই অনিবার্য সত্যটি স্বীকার করুন ও তাকে হয়রানি করা বন্ধ করুন এবং (তার বিরুদ্ধে) মামলা বন্ধ করুন।
এর আগে সোমবার ১০০ জনের বেশি নোবেল বিজয়ীসহ ১৬০জনেরও বেশি বিশ্বনেতা বাংলাদেশের প্রথম এবং একমাত্র নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সুরক্ষা এবং সুস্থতার বিষয়ে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি লিখেছেন।
চিঠিতে তারা লিখেছেন, ‘আমরা নোবেল পুরস্কার বিজয়ী, নির্বাচিত কর্মকর্তা, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতার পাশাপাশি, বাংলাদেশের বন্ধু হিসেবে লিখছি। ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে আপনাদের জাতি যেভাবে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে আমরা তার প্রশংসা করি।’
চিঠিতে সইকারীরা আগামী জাতীয় নির্বাচন অবাধ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে তারা লিখেছেন, ‘তবে, সম্প্রতি বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি যে হুমকি দেখেছি তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া এবং দেশের সব বড় দলের কাছে গ্রহণযোগ্য হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের দুটি জাতীয় নির্বাচনে বৈধতার অভাব ছিল।’
আরও পড়ুন: 'আওয়ামী নিপীড়নের শেষ ঘাঁটি আদালত': তারেকের বিরুদ্ধে হাইকোর্টের আদেশের তীব্র নিন্দা বিএনপির