আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার বলেছেন, নির্বাচন কমিশন সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতি রাখলেও তাদের দল নির্বাচনে থাকবে, না রাখলেও থাকবে। এ নিয়ে বিতর্কের কিছু নেই।
নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার জিরো পয়েন্টে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপনে বছরব্যাপী কর্মসূচির ফলক উন্মোচন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
কাদের আরও বলেন, খুলনায় ৭১ টিভির সাংবাদিক রকিব উদ্দিন পান্নুকে নির্যাতনের ঘটনা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী জানান, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত শীতার্তদের মাঝে ১৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি শিশু ও দুস্থদের জন্য শুকনো খাবার দেয়া হয়েছে।
এর আগে তিনি কবিরহাট পৌরসভার হাজী ইদ্রিছ মিলনায়তনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।