বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার অভিযোগ করেছেন, সরকার দুশ্চিন্তা থেকেই সরকারি কর্মকর্তাদের চাকরি থেকে সরিয়ে দিচ্ছে।
তিনি বলেন, ‘তারা(সরকার) খুবই নার্ভাস হয়ে পড়েছে। শেখ হাসিনার সরকার এতটাই উদ্বিগ্ন যে তারা এখন ক্ষমতা হারানোর ভয়ে কর্মকর্তাদের অপসারণ শুরু করেছে।’
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।
দলের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা, মিথ্যা মামলায় গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগর শাখা এই সমাবেশের আয়োজন করে।
আরও পড়ুন: পুলিশ ‘অবৈধভাবে’ বিরোধীদের তথ্য সংগ্রহ করছে: মির্জা ফখরুল
বিরোধী দলের নেতা-কর্মীদের বাড়িতে পুলিশি অভিযান, আদালত থেকে জামিন পাওয়ার পরও অন্যান্য মামলায় তাদের কারাগারে পাঠানোর ঘটনায় দলের ক্ষোভ প্রকাশের জন্যও এই বিক্ষোভ আয়োজন করা হয়।
একটি সংবাদপত্রের প্রতিবেদনের উল্লেখ করে ফখরুল বলেন, সরকার এখন বিদেশ ও বিভিন্ন ঋণদাতা সংস্থা থেকে যে ঋণ নিয়েছে তা পরিশোধ করতে পারছে না। ‘তাহলে এখন কি হবে? রিজার্ভ কমতে থাকলে সব বিদেশি ঋণদানকারী সংস্থা ঋণ দেয়া বন্ধ করে দেবে।’
তিনি স্পষ্টভাবে বলেন, বর্তমান সরকারের এখন আর দেশ শাসন করার অধিকার নেই। ‘আপনি দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন। আপনি দয়া করে সম্মানের সঙ্গে ক্ষমতা ছেড়ে দিন। আপনি যদি পদত্যাগ না করেন তাহলে দেশের জনগণ জানে কিভাবে আপনাকে পদচ্যুত করতে হবে।'
সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং একটি বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন পরিচালনা এবং জনগণের সরকার ও সংসদ প্রতিষ্ঠার জন্য নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য তাদের দলের দাবি পুনর্ব্যক্ত করেন বিএনপির এই নেতা।
একই সঙ্গে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা সব ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার করতে হবে।
খুলনার জনসভায় গণজোয়ার হবে
তাদের দলের চলমান গণতান্ত্রিক আন্দোলনে সরকার নানাভাবে বাধা সৃষ্টি করছে এমন অভিযোগ করে ফখরুল বলেন, ‘ময়মনসিংহে আমাদের বিভাগীয় সমাবেশের সময় পরিবহন পরিষেবা বন্ধ ছিল। একইভাবে সমাবেশের দুই দিন আগে খুলনায় গণপরিবহন বন্ধ করে দিচ্ছেন তারা।
তিনি বলেন, সরকারের এ ধরনের পদক্ষেপ জনগণকে সমাবেশে যোগদান থেকে বিরত রাখতে পারবে না। ‘জনগণ সমাবেশে অংশগ্রহণ করবে... লক্ষাধিক মানুষ সমাবেশে যোগ দেবে।’
ফখরুল সরকারের নিপীড়নের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আইনশৃঙ্খলা বাহিনীকে মিথ্যা মামলা, দমন-পীড়ন এবং বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা বন্ধ করতে বলেন।
অন্যথায় এদেশের মানুষ অতীতে কোনও নিপীড়ককে ক্ষমা করেনি বলে মন্তব্য করেন তিনি। ‘আপনাদেরও ক্ষমা করা হবে না।’
বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে দুই দিন বাস চলাচল বন্ধ থাকার মধ্যে শনিবার খুলনা নগরীর সোনালী ব্যাংক প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করবে বিএনপি।
আরও পড়ুন: বাংলাদেশকে তারা শ্মশান করে দিয়েছে: চট্টগ্রামে মির্জা ফখরুল
সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য হাস্যকর: মির্জা ফখরুল