তারা হলেন- ৫৯ ব্যাচের তৌফিকুর রহমান ইয়ন, আতাউল্লা বোখারী, আরিফ হাসান, ৫৭ ব্যাচের শাওন দত্ত ও আরাফ ইসলাম। তাদের মধ্যে তৌফিকুর রহমান ইয়নের অবস্থা আশঙ্কাজনক। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মৌলভীবাজারে আ’লীগের সম্মেলনে ছাত্রলীগের সংঘর্ষ
দুপুর ৩টার দিকে শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান নওফেল ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির সমর্থিত অনুসারি ছাত্রলীগ কর্মীদের মধ্যে এই সংঘর্ষে ঘটনা ঘটে বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া জানান, বিবাদমান ছাত্রদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিন অনুষ্ঠানে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৪৬
মেডিকেল কলেজ ছাত্র হোস্টেল দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে বলে তিনি জানান।
সংঘর্ষে ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর করা হয়। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ সেখানে অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: স্লোগান নিয়ে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে পুলিশসহ আহত ১৩