বিশাল জনসভায় ভাষণ দিতে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দশ বছর পর চট্টগ্রাম শহরে এটাই তার প্রথম জনসভা।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেখতে ও তার বক্তৃতা শুনতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে কয়েক লাখ মানুষ বন্দর নগরীর সমাবেশস্থলে এসেছেন।
রেলওয়ে পলো গ্রাউন্ডে বিশাল গণসমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ।
কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর ২৭ মাসেরও বেশি সময় পর ২৪ নভেম্বর যশোরে জনসভার পর এটি ঢাকার বাইরে জনসমাবেশে শেখ হাসিনার দ্বিতীয় উপস্থিতি।
শেখ হাসিনার আগমন শুধু চট্টগ্রাম নয়, সমগ্র দক্ষিণাঞ্চলে আ.লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করেছে।
চট্টগ্রামের জনসভার মাঠে সকাল থেকেই কয়েক লাখ মানুষের সমাগম ঘটে এবং কয়েক ঘণ্টার মধ্যেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
এরপর জনতা আশপাশের এলাকা, রাস্তাঘাট ও ফাঁকা জায়গায় ছড়িয়ে পড়ে- বিকেল ৩টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা আকৃতির মঞ্চে আগমনের আগেই মানবসমুদ্রে পরিণত হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে আ.লীগের জনসভা: বাহারি রঙের পোশাকে পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ভিড়