চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে।
বুধবার সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ একটানা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে ভোটারদের উপস্থিতি একেবারেই কম। কোনো কোনো কেন্দ্রে নারী ভোটারদের দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এ দুই আসনে মোট ভোটার সংখ্যা আট লাখ ১৬ হাজার ৯৪৫ জন। মোট ভোট কেন্দ্র ৩৫২টি। এবারই প্রথম ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন: ইভিএম কেনার বিষয়টি স্থগিত করা হয়েছে, বাতিল হয়নি: ইসি সচিব
নির্বাচনে দু’টি আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ছয়জন। আর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে তিনজন।
এদিকে, ৩৫২ টি ভোট কেন্দ্রের মধ্যে ২১৯টি কেন্দ্রকে গুরুত্বপুর্ণ হিসেবে চিহ্নিত করে নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিয়েছে প্রশাসন। তবে এখন পর্যন্ত কোনো কেন্দ্রে সহিংশতার খবর পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব জানান, শান্তিপুর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। দুই আসনে আইনশৃংখলা বাহিনীর এক হাজার ৮০০ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া আইনশৃংখলা রক্ষায় দু’টি আসনে ৩৩ জন ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে দ্বায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন ও চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) আসনের বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় এ আসন দু’টি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন: স্বতন্ত্র ৩ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার