জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয় না; এটা প্রমাণিত। জাতীয় পার্টি ও দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়।
তিনি বলেন, কিন্তু সরকার সাজানো নির্বাচন চায়। বিগত ২০১৪ সাল ও ২০১৮ সালের নির্বাচনও সুষ্ঠু নির্বাচন হয়নি। আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা সিল মেরেছে, জনগণ ভোটকেন্দ্রে যায়নি। তাই জনগণের আস্থা ফেরাতে না পারলে আগামীতেও মানুষ ভোটকেন্দ্রে যাবে না।
রবিবার (৩০ জুলাই) বগুড়া জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। জাতীয় পার্টিকে ভেঙ্গে টুকরো টুকরো করেছে। জাতীয় পার্টিকে তাদের বি-টিম হিসেবে রাখতে এখনও কাজ করছে সরকার।
আরও পড়ুন: দেশের স্বার্থে আমরা সব ত্যাগ করতে প্রস্তুত: জিএম কাদের
তিনি বলেন, কিন্তু আমরা আর এভাবে থাকবো না। দলকে শক্তিশালী করে আগামীতে আমরা ভালো করব। সরকারের কাছে এভাবে থাকতে চাই না। তাই ঘরে বসে থাকলে দল শক্তিশালী হবে না, এ জন্য কাজ করতে হবে।
জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, ওমরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।
প্রধান বক্তার বক্তব্যে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনে নির্বাচন করব। সে জন্য আপনারা প্রস্তুতি নিন। আমরা কারো জোটে নেই।
এ ছাড়া দলের জাতীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য দেন। সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা অংশ নেন।
আরও পড়ুন: বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জিএম কাদের
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে সহায়তা করবে: জিএম কাদের