সরকার নিজেদের দুর্নীতি ও অপশাসনের তথ্য গোপন এবং জনগণের কণ্ঠ রোধ করতে ডিজিটাল ও সামাজিক মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মের জন্য দুটি 'দমনমূলক নীতিমালা' প্রণয়ন করছে বলে মন্তব্য করেছে বিএনপি।
শনিবার গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আহ্বান জানিয়ে এ মন্তব্য করেন।
দলটি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, দুটি নীতিমালা কার্যকর হলে দেশের জনগণের মত প্রকাশের স্বাধীনতা এবং অনলাইন ভিত্তিক স্থানীয় ও আন্তর্জাতিক মিডিয়া, সাংবাদিক ও তাদের গোপনীয়তা বাধাগ্রস্ত হবে এবং মানবাধিকার উপেক্ষিত হবে।
আরও পড়ুন: মূল্যবৃদ্ধির পেছনে আ’লীগ জড়িত: ফখরুল
উক্ত দুটি নতুন নীতিমালা হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক খসড়াকৃত ডিজিটাল, সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্মের জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন রেগুলেশন, ২০২১ এবং ওভার দ্য টপ বিষয়বস্তু-ভিত্তিক পরিষেবা সরবরাহ ও ব্যবস্থাপনা এবং বিজ্ঞাপন নীতিমালা ২০২১।
ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা, ভোট ডাকাতি, মানবাধিকার লঙ্ঘন, জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রতিরোধে এসব দমনমূলক নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
আরও পড়ুন: মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই বিএনপির দায়িত্ব: গয়েশ্বর
তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে জনগণের আওয়াজকে দমন করতেও সরকার এ নীতিমালা ব্যবহার করবে।
এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা বলেন, সরকার উক্ত দুটি নীতিমালা বাস্তবায়ন করলে তাদের দল সরকারের বিরুদ্ধে কর্মসূচি হাতে নিবে।
ফখরুল বলেন, এসব নীতিমালা প্রণয়নের রাজনৈতিক উদ্দেশ্য হল সত্যকে আড়াল করে মিথ্যা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণকে নীরব করে একদলীয় বাকশাল শাসন টিকিয়ে রাখা।
আরও পড়ুন: দেশে নীরব ‘দুর্ভিক্ষ’ চলছে: বিএনপি