বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে গত মাসে বৈঠকের পর বিএনপি নেতারা জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টারকে উদ্ধৃত করে বক্তব্য দিয়েছে বলে তিনি যে ক্ষোভ প্রকাশ করছেন তা প্রত্যাখান করেছে বিএনপি।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাষ্ট্রদূত সঠিক বলেননি। ওই বৈঠকের পর আমাদের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জার্মান রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে কিছু বলেননি।
ফখরুল বলেন, বৈঠকের বিষয়ে আমীর খসরু সাধারণভাবে যা বলেছিলেন তাতে রাষ্ট্রদূতকে উদ্ধৃত করা হয়েছে বলে তিনি মনে করেছেন।
তিনি বলেন, তাদের নেতাদের বক্তব্য উদ্ধৃত করে জার্মান দূত যে বক্তব্য দিয়েছেন, সেখানে ‘মিসকোট’ বা ভুলভাবে উদ্ধৃত হয়েছে।
আরও পড়ুন: বৈঠক নিয়ে বিএনপির বক্তব্যে অসন্তোষ জার্মান রাষ্ট্রদূতের
বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আংশিক কমিটির নেতারাসহ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল এ মন্তব্য করেন।
এর আগে বুধবার, জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বিএনপি তাকে উদ্ধৃতি দিয়ে যা বলেছিলেন তাতে তার ক্ষোভ প্রকাশ করেছেন।
জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) টক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে জার্মান রাষ্ট্রদূত বলেন, ‘আমি পড়েছি যে আমি দেশের মানবাধিকার পরিস্থিতি ও গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। এটা সত্য নয়। আমি ভুল উদ্ধৃতির বিষয়ে অসন্তুষ্ট।’
আরও পড়ুন: নিউমার্কেটের সংঘর্ষই প্রমাণ করে দেশে কোনো সরকার নেই: ফখরুল
এর আগে গত ১৭ মার্চ বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে মির্জা ফখরুল ও আমীর খসরুর সঙ্গে রাষ্ট্রদূত বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেন, ‘আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক, গণতন্ত্র, মানবাধিকার এবং বাংলাদেশে আইনের শাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি।
বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে জার্মান রাষ্ট্রদূত কী বলেছেন জানতে চাইলে খসরু বলেন, ‘তারা এ নিয়ে উদ্বিগ্ন।’