বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রবিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপার্সন গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, করোনাভাইরাস বিস্তারের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচিগুলো পালিত হবে।
১৯৭৮ সালে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তা হত্যা করে।
ফখরুল বলেন, কর্মসূচির অংশ হিসেবে ৩০ নভেম্বর সকাল ৬টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনিমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
এছাড়াও দলীয় স্থায়ী কমিটির সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল ১১টায় শেরে বাংলা নগরের জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।
আরও পড়ুন: করোনা নিয়ন্ত্রণে পুলিশের বিচারিক ক্ষমতার বিরুদ্ধে বিএনপি
জিয়ার স্মরণে ২৯ মে একটি অনলাইন আলোচনা সভার আয়োজন করবে দলটি।
বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো মৃত্যুবার্ষিকী কর্মসূচির অংশ হিসেবে জিয়ার কার্যক্রম নিয়ে ভার্চুয়াল আলোচনাসহ বিভিন্ন কর্মসূচির ব্যবস্থা করবে।
দলে মহানগর, জেলা, উপজেলা ও পৌরসভা কমিটিগুলো জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিলের ব্যবস্থা করবে।
ঢাকা উত্তর ও দক্ষিণ শাখা বিএনপির নেতারা স্বাস্থ্যবিধি মেনে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন।