গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকির ওপর ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটি একটি নারকীয় হামলা এবং ইতিহাসে কলঙ্ক হিসেবে থাকবে।’
মঙ্গলবার রাতে এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে আহতদের প্রতি সমবেদনা জানাতে হাসপাতালে গিয়ে হামলার শিকার হন সাকি। এ ধরনের হামলা কেবল কাপুরুষের পক্ষেই সম্ভব।
তিনি বলেন, ‘এই হামলা সভ্যতা ও মানবিক মূল্যবোধ বিরোধী। সরকার সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে যে দেশ চালাতে চায়, আজকের (গতকাল) ঘটনা তারই প্রমাণ।’
আরও পড়ুন: চমেকে জোনায়েদ সাকির ওপর ছাত্রলীগের হামলা
বিএনপির এই নেতা বলেন, সরকারের সব ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি সরানোর কৌশলও এই হামলা।
সাকির ওপর হামলার মধ্য দিয়ে ‘পৈশাচিক নাৎসিবাদ’ আরও তীব্রভাবে প্রকাশ পেয়েছে বলেও জানান তিনি।
ফখরুল বলেন, সরকার সমর্থিত সন্ত্রাসীদের রক্তাক্ত ছোবল থেকে নিস্তার পাচ্ছে না বিরোধী দল ও মতের মানুষেরা। এটা কীসের আলামত? ভোট, গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচনসহ বিরোধী শক্তিকে আক্রমণ করে ধ্বংস করতে তাদের অপচেষ্টা থেমে নেই। সরকার তাদের সব শক্তি দিয়ে একের পর এক অশুভ পরিকল্পনা এঁটে যাচ্ছে।
তিনি বলেন, ‘হত্যার উদ্দেশ্য নিয়ে জোনায়েদ সাকির ওপর আক্রমণ করে তাঁকে রক্তাক্ত করা হয়েছে। এখন তাদের প্রতিহত করার সময়।’
‘ফ্যাসিবাদের’ বিরুদ্ধে রাজপথে ব্যারিকেড দিয়ে ‘অবৈধ’ সরকারকে পরাজিত করতে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণ: ফায়ারম্যান সাকিলের দাফন সম্পন্ন
বিএনপির এই নেতা বলেন, ‘আমি জোনায়েদ সাকির ওপর আওয়ামী ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের সহিংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তার দ্রুত সুস্থত কামনা করছি।’
হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর হামলায় সাকিসহ তার দলের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।