ডিজেল ও কেরোসিনের নতুন করে মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ নভেম্বর (বুধবার) ঢাকা ছাড়া বিএনপির সব মহানগর ইউনিট বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে।
এছাড়া ১২ নভেম্বর (শুক্রবার) জেলা সদরে দলের সব জেলা ইউনিট একই কর্মসূচি পালন করবে। মানববন্ধন কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগর শাখা।
আরও পড়ুন: সরকারবিরোধী আন্দোলনের আহ্বান বিএনপির
ফখরুল বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম এখন আরও বাড়বে, সাধারণ মানুষকে করুণ অবস্থার মধ্যে পড়তে হবে।
তিনি বলেন, জনগণকে ভোগান্তির হাত থেকে বাঁচাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ এখন সারা দেশে ছড়িয়ে দিতে হবে।
তিনি বলেন,আমাদের মানুষকে জাগাতে হবে। আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন জনদুর্ভোগ বাড়বে এবং মানুষ আরও অসহায় ও দরিদ্র হবে। সুতরাং, এই শাসনকে উৎখাত করতে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।
আরও পড়ুন: গণতন্ত্রের অভাবে বাংলাদেশের পরিস্থিতি খারাপ: ফখরুল
বুধবার, সরকার খুচরা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পেট্রোলিয়ামের দাম পুনর্বিন্যাস করা হয়েছে।