দ্বাদশ নির্বাচন উপলক্ষে ঢাকার ২০টি আসনের মধ্যে ৯টিতে নতুন মুখ এনেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রবিবার (২৬ নভেম্বর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নতুন মুখ আনা আসনগুলো হলো- ঢাকা-৪ সানজিদা খানম, ঢাকা-৫ হারুনুর রশিদ মুন্না, ঢাকা-৬ সাঈদ খোকন, ঢাকা-৭ সোলাইমান সেলিম, ঢাকা-৮ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-১০ ফেরদৌস, ঢাকা-১১ মো. ওয়াকিল উদ্দিন, ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা-১৪ মাইনুল হোসেন খান নিখিল।
আরও পড়ুন: আ. লীগের ৬৯ জন সংসদ সদস্য এবার মনোনয়ন পাননি
ঢাকায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া অপরিবর্তিত প্রার্থীরা হলেন- ঢাকা-১ সালমান এফ রহমান, ঢাকা-২ কামরুল ইসলাম, ঢাকা-৩ নসরুল হামিদ, ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১২ আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৫ কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, ঢাকা-১৭ মোহাম্মদ এ আরাফাত, ঢাকা-১৮ মোহাম্মদ হাবিব হাসান, ঢাকা-১৯ এনামুর রহমান এবং ঢাকা-২০ বেনজীর আহমেদ।
রবিবার বিকালে ২৯৮ আসনে মনোনয়নের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি।
কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থীদের নামের তালিকা পরে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মাশরাফি ও সাকিব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ২৯৮ আসনে প্রার্থী তালিকা প্রকাশ আওয়ামী লীগের