ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের লাঠি দিয়ে, অস্ত্র দিয়ে সমর্থন দিয়ে তাদের (ছাত্রলীগ) লেলিয়ে দিচ্ছেন, আপনারা (ক্ষমতাসীনরা) আপনাদের কথা চিন্তা করেন। যারা করছে তাদের পরিণতি কি হবে অতীতে আমাদেরকে কাছে বহু উদাহরণ রয়েছে। এর পরিণতি শুভ হবে না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর শাখা আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।
সমাবেশে এই বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে।
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিকভাবে তাদের কোনো সমর্থন নেই এবং দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। চারিদিকে তাদের পথ অবরুদ্ধ হওয়ায় এখন তাদের কোন উপায় নেই।’
আরও পড়ুন: নির্বাচনকে সামনে রেখে যুবদলের নতুন কমিটি ঘোষণা বিএনপির
তিনি বলেন, জনসমর্থন ও পায়ের নিচের মাটি হারিয়ে গেলে কোনো দলই গুণ্ডামি ও সন্ত্রাসবাদের আশ্রয় নিয়ে বেশিদিন ক্ষমতায় থাকতে পারে না।
খন্দকার মোশাররফ ছাত্রলীগ নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্বজিৎ ও আবরার ফাহাদের ওপর হামলার ঘটনায় তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে।
তিনি বলেন, ছাত্রদল ঢাবিতে তাদের বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে আন্দোলন করেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমরা বলতে চাই ছাত্রদলের নেতা-কর্মীরা এদেশের জনগণের সন্তান। তাদের অভিভাবকরাও আপনাদের প্রতিরোধ করতে প্রস্তুত। যারা বিএনপি ও এর সকল সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত তারা সবাই ভাই বা অভিভাবক। সুতরাং, এই অভিভাবকদের কেউ অলস বসে থাকবে না।’
এই বিএনপি নেতা বলেন, চলমান আন্দোলনকে সফল করতে সব গণতান্ত্রিক শক্তি ও দেশপ্রেমিক ঐক্যবদ্ধ হবে।
শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের নেতাদের পরিণতি এড়াতে তিনি অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সরকারকে ক্ষমতা ছেড়ে দেয়ার আহ্বান জানান।
এই বিএনপি নেতা বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিতব্য নির্বাচনে ইভিএম ব্যবহার করতে দেয়া হবে না। দেশের জনগণ নিজেদের হাতে (ব্যালট পেপারের মাধ্যমে) ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে।’
আরও পড়ুন: ছাত্রলীগের হামলায় ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন: ফখরুল
আ.লীগের `দুঃশাসন’ এর বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান ফখরুলের