বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের দাবি মেনে নিতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে।
শুক্রবার বিকালে গাজীপুরের কাপাসিয়ায় প্রয়াত বিএনপি নেতা আ স ম হান্নান শাহের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এ কথা বলেন।
তিনি বলেন,‘আমাদের আন্দোলন শুরু হয়েছে, বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত চলবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। সেজন্যই আমরা তত্ত্বাবধায়ক সরকার চাইছি এবং এবার অন্য কোনোভাবে নির্বাচন হতে দেব না।’
আরও পড়ুন: শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠি-বন্দুক নিয়ে হামলা আ.লীগের পরাজয়ের ইঙ্গিত: ফখরুল
ফখরুল আরও বলেন, দেশের বিচার বিভাগ সম্পূর্ণরূপে নির্বাহী বিভাগ অর্থাৎ আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের দ্বারা নিয়ন্ত্রিত। এই সরকারের আমলে জুয়াড়ি,ডাকাত ও খুনিরা সহজে জামিন পেলেও আমাদের নেত্রী খালেদা জিয়া মিথ্যা মামলায় সাজা ভোগ করছেন। আ.লীগের আশঙ্কা,খালেদা জিয়া জামিনে বের হলে জনগণ রাজপথে নেমে সরকারের পতন ঘটাবে। এ কারণে তারা আমাদের নেত্রীকে জনগণের কাছ থেকে দূরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন’।
বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর কড়া সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন ‘কাদের তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। আমি তাকে জিজ্ঞেস করতে চাই, সে ভয় পাচ্ছে কেন? তিনি ভয় পান, কারণ তিনি মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তার দল ক্ষমতায় আসতে পারবে না। আমাদের দাবিও পরিষ্কার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না’।
গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে আলোচনা সঞ্চালনা করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।
আরও পড়ুন: আ.লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে শাওন হত্যার জবাব দেয়া হবে: ফখরুল