জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের উদ্বেগ প্রকাশ করে বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ ছোঁয়া দামের সঙ্গে মানিয়ে নিতে দেশের মানুষ হিমশিম খাচ্ছে।
তিনি বলেন, মানুষ দুর্দশায় রয়েছে। সরকার অযৌক্তিক অজুহাত দেখিয়ে জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়িয়েছে।
শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে।
জিএম কাদের বলেন, পরিবহন ও উৎপাদন ব্যয় বৃদ্ধির অজুহাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ানো হচ্ছে।’
আরও পড়ুন: বাংলাদেশকে নরকে পরিণত করেছে আ.লীগ: বিএনপি
বিরোধীদলীয় উপনেতা আরও বলেন, প্রতিদিন মানুষের ব্যয় বাড়ছে। কিন্তু আয় বাড়ছে না। মানুষ এখন অর্থের অভাবে প্রয়োজন মেটাতে লড়াই করছে।
তিনি আরও বলেন, অনেকেই টাকার অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না। বেকার মানুষের সংখ্যা বাড়ছে। কিন্তু তাদের জন্য কোন কাজের সুযোগ নেই।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে জনগণ মুক্তি চায়।
আরও পড়ুন: রাজনীতিতে পরিবর্তন চায় মানুষ: জিএম কাদের
তিনি আরও বলেন, জনগণ আর আওয়ামী লীগ ও বিএনপিকে বিশ্বাস করে না। তারা বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।