নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আওয়ামী লীগের কট্টর সমর্থক বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যৈষ্ঠ নেতা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আওয়ামী সরকার আবারও তার অনুগত ও পক্ষপাতদুষ্ট আমলাদের নিয়ে তথাকথিত নির্বাচন কমিশন গঠন করেছে। শুধু ভোট না দিয়ে ক্ষমতায় থাকার জন্য তাদের নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ।
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, খুবই ‘বিতর্কিত’ সাবেক আমলা কাজী হাবিবুল আউয়ালও প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব প্রিয় ব্যক্তি।
আরও পড়ুন: সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান নতুন সিইসি’র
তিনি বলেন,কাজী হাবিবুল আউয়াল ও তার পুরো পরিবার আওয়ামী-বাকশালী রাজনীতির সঙ্গে জড়িত।
তিনি অভিযোগ করে বলেন, কমিশন গঠনের জন্য অনেক আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিশ্বস্তদের তালিকা চূড়ান্ত করে দিয়েছেন।
যদিও বিএনপি এর আগে নতুন নির্বাচন কমিশন (ইসি) নিয়ে তারা আগ্রহী নন বলে জানালেও সিইসি ও অন্য চার কমিশনারের শপথ নেয়ার একদিন পরই দলটি ইসি নিয়ে তাদের অভিযোগ তুলে ধরেন।
এর আগে শনিবার সাবেক প্রতিরক্ষা সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.), সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমানকে নতুন ইসির অপর চার কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন ইসির মেয়াদ শেষ হয়।
আরও পড়ুন: শপথ নিলেন নতুন সিইসি ও ৪ কমিশনার