বিএনপি একটি ‘রাজনৈতিক’ দল উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা নির্বাচন চাইব, এটি একটি স্বাভাবিক ব্যাপার। একটি স্বাভাবিক ব্যাপারকে কিছুসংখ্যক লোক কেন অস্বাভাবিক করছেন, সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। এখানে অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য আছে কিনা, সেটি আমাদের ভেবে দেখতে হবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউনহল প্রাঙ্গণে আয়োজিত কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘একটি রাজনৈতিক দলের পরিকল্পনাকে যদি সফল করতে হয়, তাহলে সবচাইতে উত্তম পন্থা হচ্ছে, ভোটের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করা। রাজনৈতিক দল হিসেবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, জনগণের কাছে ভোট চাওয়া ও নির্বাচন করা। কিন্তু আজকে আমরা দেখছি, কিছুসংখ্যক ব্যক্তি, সংগঠন হঠাৎ করে কথায় কথায় বলে ওঠে—বিএনপি শুধু নির্বাচন নির্বাচন চায়; বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না।
‘বিএনপি একটি রাজনৈতিক দল। আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি, জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি; আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা নির্বাচন চাইব, জনগণের কাছে ভোট চাইব। এটি একটি স্বাভাবিক ব্যাপার। একটি স্বাভাবিক ব্যাপারকে কিছুসংখ্যক লোক কেন অস্বাভাবিক করছেন, সেটি আমাদের চিন্তা করে দেখতে হবে।’
তিনি বলেন, ‘এখানে অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য আছে কিনা, সেটি আমাদের ভেবে দেখতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে যদি নির্বাচন বিলম্বিত হয়, তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কাদের স্বার্থ উদ্ধার হবে, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়।’
আরও পড়ুন: জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এখন প্রধান কাজ: তারেক
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিএনপি দেশে আর কোনো অস্থিরতা দেখতে চায় না জানিয়ে এই বিএনপি নেতা বলেন, ‘আজকে আমরা যদি পত্রপত্রিকা খুলি এবং দেশের বিভিন্ন দিকে তাকাই, তাহলে কিছু ক্ষেত্রে কিছু কিছু অস্থিরতা লক্ষ করছি।... আজকে যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন, সেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় নিয়ে জনমনে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে।’
তিনি বলেন, ‘এই সরকার গঠিত হবার পর থেকে আমরা পরিষ্কারভাবে বলে এসেছি, আমরা এই সরকারকে সমর্থন করতে চাই। আমরা চাই, বর্তমান অন্তর্বর্তী সরকার সফল হোক। কারণ বাংলদেশের মানুষ মনে করে, জনগণের অধিকার রক্ষা করবার জন্য যা যা দরকার, তা তারা করবেন। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেবে এই অন্তর্বর্তী সরকার, যা পলাতক স্বৈরাচার বহু বছর আগে রাতের আঁধারে অস্ত্রের জোরে লুণ্ঠন করেছিল।’
‘কিন্তু গত কিছুদিন ধরে অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করছি, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারের ভেতরের বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম অস্থিরতা তৈরি হচ্ছে।… আমরা দেখছি অর্থনীতিতে অস্থিরতা, সমাজের বিভিন্ন শ্রেণিতে অস্থিরতা, প্রশাসনে বিভিন্ন স্থানে অস্থিরতা।’
আরও পড়ুন: রাজপথে যাদের দেখা যায়নি, তারাই এখন সংস্কারের কথা বলছে: তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা আবারও পরিষ্কারভাবে বলতে চাই, এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। কারণ এই সরকার যত স্মুথলি, যত সুন্দরভাবে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে, আগামী দিনে এই দেশ ও দেশের মানুষের গণতান্ত্রিক যাত্রা তত স্মুথ হবে। আমরা আশা করব, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষ যে নিরপেক্ষতা প্রত্যাশা করে, সে নিরপেক্ষতা তারা বজায় রাখবে। বিএনপিও দৃঢ়ভাবে গণতন্ত্রে বিশ্বাস করে।’
কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। বিশেষ অতিথি ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভুইয়া, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিন-উর-রশিদ ইয়াছিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ অনেকে।