প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভের নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি শুধু দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে না, বিদেশেও দেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছে।’
রবিবার সকালে ওবায়দুল কাদের তাঁর বাসভবনে ব্রিফিংকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে পৌঁছানোর আগেই বিএনপির বিক্ষোভের নিন্দা জানিয়ে এ কথা বলেন।
আরও পড়ুন: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ প্রধানমন্ত্রীর
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘করোনা মহামারির কারণে প্রধানমন্ত্রী গত ১৯ মাসে বিদেশ সফরে যাননি। তিনি জাতীয় স্বার্থ বিবেচনায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ ৭৬তম সাধারণ অধিবেশনে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি করোনা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে জাতিসংঘের ফোরামে বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলার সুযোগ হাতছাড়া করতে চাননি।’
আরও পড়ুন: সংবিধানের আলোকে নির্বাচন কমিশন গঠনে কাজ হচ্ছে: ওবায়দুল কাদের
এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমরা অবাক হয়ে দেখছি যে নিউইয়র্কে শেখ হাসিনার পৌঁছানোর আগেই বিএনপি বিক্ষোভ শুরু করেছে। বিএনপি তার ক্ষতিকর রাজনীতির কারণেই জনগণের আস্থা হারিয়েছে। ক্ষমতায় থাকাকালীন বিএনপির নির্মমতা ও রাজনৈতিক নিপীড়নের রেকর্ড কেউ ভাঙতে পারবে না।’
আরও পড়ুন: ফখরুলের টিকা দুর্নীতির অভিযোগ কাল্পনিক: কাদের
বিএনপি গভীর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যতই দেশের বিদ্যমান স্থিতিশীলতা ধ্বংস করার চেষ্টা করুক না কেন, তা কখনোই সফল হবে না। বিএনপি আবার গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা দিতে নতুন কৌশল নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে।’