করোনা টিকা দেয়া নিয়ে বিএনপির পক্ষ থেকে করা দুর্নীতির অভিযোগকে কাল্পনিক বলে প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সরকারি বাসভবন থেকে এক ব্রিফিংকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দুর্নীতি কোথায় হচ্ছে তার সঠিক তথ্য দিতে বলেন তিনি।
আরও পড়ুন: টিকার চেয়ে মাস্ক বেশি কার্যকর: কাদের
কাদের বলেন, বিএনপি সঠিকভাবে তথ্য না জানিয়ে সময়ে সময়ে টিকা দেয়ার বিষয়ে মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
আরও পড়ুন: রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে সুসম্পর্ক চান কাদের
তিনি আরও বলেন, বিএনপির অনেকেই করোনা টিকার শুধু প্রথম ডোজ নয়, দ্বিতীয় ডোজও নিয়েছেন।
তিনি বলেন, বিএনপি এখন বিচলিত হচ্ছে কারণ এখন পর্যন্ত অনেক বেশি মানুষ টিকা পেয়েছে এবং আরও অনেকেই পাবে।
আরও পড়ুন: টিকা নিয়ে মিথ্যা রটানো বন্ধ করুন: বিএনপিকে কাদের
বিএনপি মহাসচিবকে আওয়ামী লীগ নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদের চরকায় তেল দেয়ার পরামর্শ দিয়ে কাদের বলেন, যে দলটি সময়মতো জাতীয় কাউন্সিল করতে ব্যর্থ হয়েছে তাদের পার্টি সম্পর্কে মন্তব্য না করাই ভালো।