আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংকটময় বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা না করেই বিএনপি নেতারা দায়িত্বহীনভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নানা মিথ্যাচারে লিপ্ত।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় দেশ ও জনগণের প্রতি প্রতিটি বিরোধী দলের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম ও তার দলের নেতারা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন না করে মিথ্যা ও বিভ্রান্তির স্বাভাবিক রাজনীতি চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, ‘যারা তাদের শাসনামলে জাতীয় গ্রিডে এক ইউনিটও বিদ্যুত যোগ করতে পারেনি, তারা আজকের সঙ্কট নিয়ে বিবেকহীন মন্তব্য করবে এটাই স্বাভাবিক।’
তিনি আরও বলেন, বিএনপি সরকারও বিদ্যুতের চাহিদা পূরণের জন্য করা আন্দোলনে জনগণের ওপর গুলি চালায়।
আরও পড়ুন: দেশের নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি বড় অন্তরায়: ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, বিশ্ব এখন একটি অপ্রত্যাশিত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং বিশ্বের বৃহৎ অর্থনীতিগুলোও মারাত্মক অর্থনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছে।
ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের প্রায় সব দেশেই খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের সংকট তৈরি হয়েছে। তাই বাংলাদেশও সংকটের মুখে রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, দেশের জনগণ ভুলে যায়নি যে দলটি তার শাসনামলে হাওয়া ভবন খুলে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং সেই সঙ্গে তাদের গণবিরোধী নীতি ও জনগণের তহবিল লুটপাটের মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার সংকট কাটাতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান কাদের। শেখ হাসিনার গৃহীত সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ধৈর্য ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ এই সংকট মোকাবিলা করতে সক্ষম হবে।
আরও পড়ুন: বিএনপি সাম্প্রদায়িক দল এবং পাকিস্তানকে ভালোবাসে: ওবায়দুল কাদের
বিএনপির সময়ে ভারত সফরের প্রাপ্তি কী, আয়নায় দেখতে বললেন ওবায়দুল কাদের