বিএনপির ডাকা অবরোধ পাগলামি ছাড়া আর কিছুই না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচি ক্ষমতায় যাওয়ার জন্য ১৭ কোটি মানুষকে অবরোধ করে রাখা। এটা পাগলামি ছাড়া আর কিছুই না। এটা সম্পূর্ণভাবে বিকৃত মস্তিষ্কের কাজ, সম্পূর্ণভাবে একটা উন্মাদনা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় পুরান ঢাকার নর্থ-সাউথ রোডে এক প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: মেয়র তাপসকে নিয়ে বক্তব্য: সাঈদ খোকনের বিরুদ্ধে ২ মামলা
সাঈদ খোকন বলেন, বিএনপি-জামায়াতের এই দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে জনগণের জানমালের নিরাপত্তার জন্য শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছেন, জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার জন্য। আমরা রাজপথে আছি এবং রাজপথেই থাকব।
তিনি বলেন, বিএনপির অবরোধ করার এই হটকারিতামূলক সিদ্ধান্ত জনগণ সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে। আমরা আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজপথে আছি, জনগণের সঙ্গে আছি, জনগনের পাশে আছি। জনগণের জানমালের নিরাপত্তার জন্য প্রশাসন পাশে আছে।
এ ছাড়া জনগণের সাহায্য-সহযোগিতার জন্য আওয়ামী লীগের প্রতিটা নেতা-কর্মী প্রধানমন্ত্রীর নির্দেশে রাজপথে অবস্থান করছে ও করবে।
তিনি বলেন, অবৈধ অবরোধের প্রতিবাদে পুরান ঢাকায় আজকে আমরা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছি। আমরা অতীতে যেভাবে শেখা হাসিনার পাশে ছিলাম, ভবিষ্যতে যে কোনো সংকট-সম্ভাবনায় পুরান ঢাকার মানুষ শেখ হাসিনার সঙ্গে থাকবে, ইনশাআল্লাহ।
সাঈদ খোকন বলেন, শেখ হাসিনা সরকারের সুফল বাংলাদেশের প্রতিটি মানুষ ভোগ করছে। আমাদের কিছু সমস্যা থাকতে পারে, এই সমস্যা সমাধানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সুস্থ ধারার রাজনীতি দেখতে চাই। আমরা মানুষের পক্ষে রাজনীতি দেখতে চাই, যে রাজনীতি বঙ্গবন্ধুকন্যা আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা মানুষের উন্নয়ন-অগ্রগতির রাজনীতি দেখতে চাই।
ঢাকা দক্ষিণের সাবেক মেয়র বলেন, বিএনপি বলে ‘টেক ব্যাক বাংলাদেশ’- এর অর্থ হচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এটাকে টেনে-হেঁছড়ে পিছে নাও। এটা কোন সুস্থ বক্তব্য হতে পারে না। এটা কোনো সুস্থ ধারার রাজনীতি হতে পারে না। সুতরাং যারা অসুস্থ মন-মানসিকতা পোষণ করে, যারা অসুস্থ রাজনীতির চর্চার মধ্যদিয়ে দেশের মানুষকে, অগ্রযাত্রাকে পিছিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকাবাসী রাজপথে নেমেছে। আমরা রাজপথে থাকব, আমরা রাজপথে প্রতিবাদ করব, বিএনপি-জামায়াতের এই অসুস্থ কর্মসূচির মোকাবিলা করব। আমরা শেখ হাসিনার সঙ্গে ছিলাম, তার নেতৃত্বে সোনার বাংলা বিনির্মানে এগিয়ে যাব।
আরও পড়ুন: সাঈদ খোকনের বিরুদ্ধে ২ মামলার একটি খারিজ, অন্যটি প্রত্যাহার