বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বলেছেন, আগামী সাধারণ নির্বাচন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর সংলাপের বক্তব্যকে তারা গুরুত্ব দিচ্ছেন না।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে সংলাপে ক্ষমতাসীন দলের নেতাদের পরস্পরবিরোধী মন্তব্যও প্রকাশ করেছে যে সরকার এখন কেমন অস্থির হয়ে পড়েছে।
সংলাপে আমুর মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা তার মন্তব্য জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি এই বিষয়টিকে গুরুত্ব দিতে চাই না। আমি এটা নিয়ে কথা বলতেও চাই না।’
বিকালে কয়েকজন সাংবাদিক ফখরুলের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমুকে আওয়ামী লীগের আনুষ্ঠানিক মুখপাত্র করা হয়েছে কিনা তা তিনি জানেন না। ‘আমরা কেন তার বক্তব্যকে গুরুত্ব দেব? আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’
আরও পড়ুন: এটি জনবিরোধী, জাতীয় সম্পদ লুণ্ঠনের জন্য তৈরি করা হয়েছে: ২০২৪ অর্থবছরের জাতীয় বাজেটে নিয়ে বিএনপি
এর আগে মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট আয়োজিত এক অনুষ্ঠানে আমু বলেন, বিএনপির সঙ্গে সংলাপের দরজা খোলা রয়েছে।
তিনি আরও বলেন, ‘জাতিসংঘের একজন প্রতিনিধি আসুক। আমরা বিএনপির সঙ্গে মুখোমুখি বসতে চাই এবং দেখতে চাই পার্থক্য কোথায়।’
এদিকে বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আলোচনা নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্য বেপরোয়া।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি স্মৃতিচারণ করে বলেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি সন্ত্রাসী দল হওয়ায় নির্বাচন নিয়ে আলোচনার প্রশ্নই আসে না।
এই বিএনপি নেতা বলেন, ‘আমির হোসেন আমু গতকাল (মঙ্গলবার) বলেছেন, তারা জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু ওবায়দুল কাদের (আ.লীগ সাধারণ সম্পাদক) আজ (বুধবার) তা প্রত্যাখান করেছেন। সুতরাং, কে সঠিক? আসলে, তারা (আ.লীগ নেতা) বেপরোয়া হয়ে উঠেছে এবং বেপরোয়া মন্তব্য করছে।’
মোশাররফ বলেন, দলের সময় শেষ হওয়ায় আগামী দিনেও আওয়ামী লীগ অসংগঠিত থাকবে। ‘সময় শেষ হলে মানুষ অপ্রত্যাশিত মন্তব্য করে।’
তিনি আরও বলেন, একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতাসীন দলকে ক্ষমতা ছাড়তে হবে।
আরও পড়ুন: লোডশেডিংয়ের প্রতিবাদে ৮ জুন দেশব্যাপী বিএনপি’র অবস্থান কর্মসূচি
বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আওয়ামী লীগের দুঃশাসনের পরিণতি: ফখরুল