ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ২০২৩ সালের নির্বাচনী বছরে পৌর ও ইউনিয়ন পরিষদের শেষ দফা নির্বাচনে একটি বড় ধাক্কার সম্মুখীন হয়েছে- বিশেষ করে রংপুরে।
২৯ ডিসেম্বর রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোরের বনপাড়া। বাঘা ও আলফাডাঙ্গায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা পরাজিত হয়েছেন।
৬৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের 'বিদ্রোহী' স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই বেশি ভোট পেয়েছেন।
এর দুই দিন আগে গত ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হন জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী।
মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হয়েছেন। চমকপ্রদ বিষয় হলো, আওয়ামী লীগ প্রার্থী হোসনে আরা লুৎফা (ডালিয়া) ২২,৩০৬ ভোট পেয়ে দ্বিতীয়, তৃতীয় নয়, চতুর্থ স্থানে রয়েছেন।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ব্যর্থতার পর এক সপ্তাহের মধ্যে বড় ধরনের সাংগঠনিক পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচন: আ.লীগের মনোনয়নপত্র নিয়েছেন নায়িকা মাহি
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, ‘রংপুর নির্বাচনে আমরা হস্তক্ষেপ করিনি। আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করিনি। যেখানে দুর্বলতা আছে আমরা ব্যবস্থা নিচ্ছি।’
পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি স্থানীয় সরকার নির্বাচন। অনেক কিছু আছে। সেখানেও জাতীয় পার্টির প্রার্থী এগিয়ে ছিলেন।
‘এক সপ্তাহের মধ্যে রংপুর নির্বাচন নিয়ে আমরা বড় ধরনের সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। জাতীয় নির্বাচনেও খেলা হবে।’
রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের 'বিদ্রোহী' আক্কাস আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ১২ হাজার ৩৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন, যা আ.লীগ প্রার্থী শাহিনুর রহমান পিন্টুর চেয়ে পাঁচ হাজার ৮৪৬ ভোট বেশি।
ফরিদপুরের আলফাডাঙ্গায় মাত্র একজন আ.লীগ সমর্থিত প্রার্থী নির্বাচনে জয়ী হয়েছেন, বাকি তিনজন বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের কাছে হেরে গেছেন। আলফাডাঙ্গা পৌরসভার মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মো. আলী আকসাদ মোট চার হাজার ৯৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে আ.লীগ সমর্থিত প্রার্থী মোঃ সাইফুর রহমান পেয়েছেন মাত্র তিনি হাজার ৬৬০ ভোট।
আরও পড়ুন: বিএনপির ডাকা গণমিছিল গাঁধার ডিম পাড়ার মতো হবে: তথ্যমন্ত্রী
পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনে আ.লীগ সমর্থিত প্রার্থী আজাহার আলী মোট ছয় হাজার ৭৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী আখতার হোসেন হাসান পেয়েছেন তিন হাজার ৫৯৭ ভোট।
নাটোরে দু’টি পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়লাভ করতে সক্ষম হয়েছে। আরেকটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে।
বনপাড়া পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কে এম জাকির হোসেন। ১নং জোয়ারী ইউপি নির্বাচনে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আলী আকবর ৯ হাজার ২৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার প্রতিপক্ষ আ.লীগ সমর্থিত প্রার্থী চাঁদ মাহমুদ পেয়েছেন সাত হাজার ৪৪ ভোট।
দিনাজপুর, আ.লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান মেয়র সবুজার সিদ্দিক সাগর দ্বিতীয়বারের মতো বিরল পৌরসভা নির্বাচনে জয়ী হয়েছেন। অন্যদিকে জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্যান্য আ.লীগ সমর্থিত প্রার্থীরা হেরে গেছেন।